general_header

হে প্রভু, উদ্বুদ্ধ করো আমাদের প্রকৃত বন্ধুত্বে।
কখনো যেন না হই বিস্মৃত।
সংস্কৃতি ও বংশের ভিন্নতা নির্বিশেষে আমরা সকলে তোমারই সৃষ্টি।
সহযাত্রী মানুষটির জন্য সেবার ইচ্ছা যেন হৃদয়ে হয় কুসুমিত
যেন ভুলে না যাই আমরাও প্রায়শঃ সাহায্যের দ্বারে প্রত্যাশী
যখন যেখানে এমনি সাহায্যের প্রয়োজন
তখন তোমারই আনুক’ল্যে সেবার জন্য থাকি প্রস্তুত।
ইনার হুইল প্রতীকের যোগ্য মর্যাদায় থাকি সচেষ্ট
আমাদের জীবন যেন বৃথাই কাটিয়ে না দেই
এ ব্রতে করো মোদের দীক্ষিত।

(অনুবাদ : প্রফেসর আসমা আব্বাসী)